গোয়াইনঘাটে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

সিলেটের গোয়াইনঘাট উপজেলার কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ দাসকে ৩৮ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তিতে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এই আবেগঘন বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুসজ্জিত ছাদখোলা নোহা গাড়িতে করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়, যেখানে তার সঙ্গে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
নিত্যানন্দ দাস পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ১৯৮৮ সালে কোওর বাজার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকে টানা ৩৮ বছর ধরে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অবদানে বিদ্যালয়টি এলাকার শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার ছিল নিত্যানন্দ দাসের চাকরিজীবনের শেষ কর্মদিবস। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সাজানো হয় এক মনোজ্ঞ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ১৯৯৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠান শেষে তাকে ফুল ছিটিয়ে ও ফুলের মালা পরিয়ে ছাদখোলা নোহা গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পিছনে শোভাযাত্রায় অংশ নেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসী।
বিদায়ী বক্তব্যে নিত্যানন্দ দাস আবেগাপ্লুত হয়ে বলেন, “বিদায় মুহূর্ত সবসময় কষ্টের। কিন্তু আমার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর এমন ভালোবাসাপূর্ণ আয়োজন আমাকে মুগ্ধ করেছে। এই বিদ্যালয় আমি তিলে তিলে গড়ে তুলেছি। আপনাদের সবার সহযোগিতায় এটি আজ এই জায়গায় এসেছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকব।”
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আদুরী রানী দাস বলেন, “কোওর বাজার উচ্চ বিদ্যালয় এলাকার উন্নয়নের সূতিকাগার। এখানে পড়াশোনা করে আমি আজ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছি। নিত্যানন্দ স্যারের অক্লান্ত পরিশ্রমে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিটি ইট, পাথর ও বালুতে তার ঘাম মিশে আছে।”
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওয়াদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা কলেজের প্রভাষক আতাউর রহমান, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, বারহাল ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল মাও. নেছার আহমদ, সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সোহরাওয়ার্দী, গোয়াইনঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার আবুল হোসেন, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহিদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মনজুর আহমেদ, বিএনপি নেতা আব্দুল জলিল, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রশিদ আলী, সেক্রেটারি আব্দুস শুকুরসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নিত্যানন্দ দাসের অবদানের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়, যিনি তার নিষ্ঠা ও উৎসর্গের মাধ্যমে বিদ্যালয়টিকে একটি শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করেছেন।
তাহির আহমদ

মন্তব্য করুন: