অনিয়ম ও অসঙ্গতি : মাধবপুরে ২ শিক্ষিকাকে শোকজ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুলতানপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকার বিরুদ্ধে সাংবাদিকদের টাকা দিয়ে ‘ম্যানেজ’ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিস তাদের শোকজ নোটিশ প্রদান করেছে।
শোকজ পাওয়া দুই শিক্ষিকা হলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শরীফা খাতুন (চ.দা.) ও সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. জাকিরুল হাসান স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত বুধবার বিদ্যালয়ে তথ্য সংগ্রহ করতে আসা সাংবাদিক মুজাহিদ মসি ও ত্রিপুরারী দেবনাথ ত্রিপুকে টাকা দেওয়ার মাধ্যমে ‘ম্যানেজ’ করার চেষ্টা করা হয়। সাংবাদিকরা বারবার নিষেধ করা সত্ত্বেও তাদেরকে টাকা দেওয়ার চেষ্টা করেন দুই শিক্ষিকা।
নোটিশে আরও বলা হয়েছে, বিদ্যালয়ের গাছ কাটা, আর্থিক অনিয়ম ও প্রশাসনিক অসঙ্গতি নিয়েও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দুই শিক্ষিকাকে সাত (৭) দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম বলেন, “কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় মামলা হতে পারে। সাংবাদিকরা শিক্ষকদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং শিক্ষা উন্নয়নের সহযাত্রী।”
তাহির আহমদ

মন্তব্য করুন: