ব্যক্তিগত সফরে হঠাৎ সিলেটে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ

ব্যক্তিগত সফরে হঠাৎ সিলেটে এসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার সকালে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি কয়েস লোদি, আবুল কাহের শামীম, কামরুল হাসান চৌধুরী শাহিন ও যুক্তরাজ্য বিএনপি নেতা এমএ মালিকসহ দলীয় নেতারা।
দলীয় সূত্র জানায়, এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত হলেও সিলেটে অবস্থানকালে স্থানীয় নেতাদের সঙ্গে তাঁর অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে। সালাউদ্দিন আহমেদের হঠাৎ এই সফরকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।
এ রহমান

মন্তব্য করুন: