হবিগঞ্জ ও মৌলভীবাজারে বিজিবির অভিযান: ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ
Post Top Ad

হবিগঞ্জ ও মৌলভীবাজারে বিজিবির অভিযান: ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

১১/১০/২০২৫ ২৩:১৪:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকায় গত ৫ দিনে পরিচালিত বিশেষ অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, মেহেদী, মদ, বিয়ার, কসমেটিকস, গাঁজা ও গবাদি পশু।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া–চুনারুঘাট সড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অভিযান চালায়। এ সময় দুটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৫ লাখ ৭৩ হাজার ২০০ টাকার ভারতীয় জিরা ও কাবেরী মেহেদী জব্দ করা হয়।

এছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান গুটিবাড়ী ও কাকমারাছড়া বিওপির টহল দল পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় মদ, ২৩ বোতল বিয়ার, সার ও বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ২০ হাজার ৮৫০ টাকা।

অপরদিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গুইবিল ও চিমটিবিল বিওপির নিয়মিত টহল দল মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫ কেজি ভারতীয় গাঁজা ও কয়েকটি গরু জব্দ করে। পাশাপাশি মাধবপুর উপজেলার মনতলা বিওপির বিশেষ টহল দল ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে, যার মূল্য প্রায় ১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “জব্দকৃত সব পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে। পাশাপাশি চোরাচালান চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী এলাকার জনগণের সহযোগিতায় এই সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করা হবে।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad