বড়লেখায় বিএনপি নেতা শরিফুল হক সাজুর গণসংযোগ

বড়লেখায় গণসংযোগ ও উঠোন বৈঠক করেছেন মৌলভীবাজার-১ আসন ( বড়লেখা-জুড়ী) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু। তিনি শনিবার ( ১১ অক্টোবর) বিকালে উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের টাকি গ্রামে এই গণসংযোগ ও উঠান বৈঠক করেন। বৈঠক কালে তিনি সরকারের নানা ব্যর্থতা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। শরিফুল হক সাজু বলেন, “জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এ রহমান

মন্তব্য করুন: