তেহরান থেকে নিরাপদে দেশে ফিরেছেন ২৮ বাংলাদেশি
Post Top Ad

তেহরান থেকে নিরাপদে দেশে ফিরেছেন ২৮ বাংলাদেশি

প্রথম ডেস্ক

০১/০৭/২০২৫ ১৬:৩৫:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তেহরান থেকে রওনা দেওয়া প্রথম দলের ২৮ জন বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল নাগাদ তারা বিমানযোগে ঢাকা পৌঁছান বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ইরানে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ২৫ জুন স্থলপথে তেহরান ছাড়েন এসব প্রবাসী। পরে পাকিস্তানের করাচি হয়ে তারা দুবাই যান এবং সেখান থেকে ঢাকা আসেন।


জানা গেছে, এসব বাংলাদেশি প্রথমে ইরান থেকে সড়কপথে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেন। এরপর করাচিতে পৌঁছে বিমানযোগে দুবাই হয়ে দেশে ফিরিয়ে আনা হয় তাদের। ফেরত আসা এই ২৮ জনই ছিলেন প্রথম দফার অংশ।


ইরান থেকে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে তেহরানে বাংলাদেশ দূতাবাসে এখন পর্যন্ত প্রায় ২৫০ জন নাগরিক নিবন্ধন করেছেন। সরকার তাদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে।


ইরানে বর্তমানে আনুমানিক দুই হাজার বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৪০০ জন তেহরানে অবস্থান করছেন। তবে সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তেজনা কিছুটা কমে আসায় সেখানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানা গেছে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad