নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের নতুন ভিসি শাবি অধ্যাপক ড. ইকবাল
Post Top Ad

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের নতুন ভিসি শাবি অধ্যাপক ড. ইকবাল

শাবিপ্রবি প্রতিনিধি

০৩/০৮/২০২৫ ১৮:২৪:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে অবস্থিত দেশের অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। রবিবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারী বিশ্ববিদ্যালয়-২ শাখার সহকারী সচিব মো. শাহ্ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। 


প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১(১) অনুযায়ী শাবিপ্রবি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো। এ পদে তিনি যোগদানের তারিখ থেকে চার বছর দায়িত্ব পালন করবেন। 


নতুন এ দায়িত্ব পাওয়ায় অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে অর্পণ করায় সর্বপ্রথম আমি মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আমি এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।” 


এর আগে, তিনি হলের প্রভোস্ট, সিন্ডিকেট সদস্য, ভর্তি কমিটির সদস্য সচিব, বিভাগীয় প্রধান ও বিভাগের ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি সাস্ট রিসার্চ ইথিক্স বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad