বড়লেখা প্রেসক্লাব সভাপতি যখন পৌর বিএনপির সভাপতি প্রার্থী!
Post Top Ad

নিন্দা ও সমালোচনা

বড়লেখা প্রেসক্লাব সভাপতি যখন পৌর বিএনপির সভাপতি প্রার্থী!

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৪/০৮/২০২৫ ০০:৩৪:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলার বড়লেখা পৌর বিএনপির কাউন্সিল ২৩ আগষ্ট। কাউন্সিলে প্রার্থী হয়েছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম। এই প্রার্থীর জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আইডি থেকে একটি পোস্টার শেয়ার করেছেন একই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টার প্রকাশ হওয়ার পর শুরু হয়েছে নানা সমালোচনা। 


পোস্টারে দেখা গেছে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রব, নিজ ক্লাবের সভাপতি প্রার্থীর জন্য শুভ কামনা করেছেন। এর পর থেকেই শুরু হয়েছে নানা সমালোচনা। একজন সংবাদকর্মীকে যখন মানুষ দল ও মতের উর্ধ্বে উঠে নিরপেক্ষ ভূমিকায় দেখতে চায়, সেই সময়টাতে প্রেসক্লাবের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সভাপতি থেকেও পৌর বিএনপিতে সভাপতি পদে প্রার্থী হওয়ার দৃশ্যে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। একই সাথে নানা সমালোচনা এবং সাংবাদিকতার নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আবার ক্লাবের সভাপতিকে শুভ কামনা জানিয়ে একই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রবের দোয়া চাওয়ার বিষয়টিকেও নিন্দা জানাচ্ছেন অনেকেই।


এদিকে, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের এই পোস্টে কমেন্ট করেছেন অনেকেই। পোস্ট কমেন্টে Mohammed Khayrul Islam নামের একটি আইডি থেকে লেখা হয়-‘আসসালামু আলাইকুম ভাইজান পরম শ্রদ্ধার সাথে আপনাকে বলতেছি প্রেসক্লাবের পরিচয় রাজনীতির মাঠে প্রচার প্রচারণা করলে সাধারণ মানুষ মানুষের মধ্যে ভয় ভীতি কাজ করবে কারণ এটি বাংলাদেশ বিনির্মাণের তৃতীয় স্তম্ভ। রাজনীতি যার যার প্রেসক্লাব সবার।’


কমেন্টে Md Paplu লিখেন আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি একজন সাংবাদিক হিসাবে নিরপেক্ষ থাকা উচিৎ বলে আমার মনে হয়।


ডি আর ডি

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad