এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শাহবাগ অবরোধ
Post Top Ad

যান চলাচল বন্ধ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শাহবাগ অবরোধ

প্রথম ডেস্ক

১৫/১০/২০২৫ ১৫:০৭:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বুধবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। দুপুর দুইটার দিকে ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় রাজধানীর গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটিতে।

এর আগে দুপুর ১২টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়েছিলেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে তারা শাহবাগ অবরোধের কর্মসূচিতে যান।

শিক্ষক-কর্মচারীরা জানান, তারা ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় উন্নীতকরণ এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন। গত রোববার থেকে এই দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন তারা। চতুর্থ দিনের মতো আজ বুধবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলার স্কুল থেকে শিক্ষক ও কর্মচারীরা ঢাকায় এসে যোগ দেন কেন্দ্রীয় কর্মসূচিতে।

শিক্ষক সমাবেশে অংশ নেওয়া এক শিক্ষক বলেন, “বছরের পর বছর ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি। সরকার শুধু আশ্বাস দিচ্ছে, বাস্তবায়ন করছে না। তাই আজ বাধ্য হয়েই শাহবাগ অবরোধ করেছি।”

অন্য এক শিক্ষক-কর্মচারী বলেন, “আমাদের দাবি ন্যায্য। বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা না বাড়ালে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব না। এখন সিদ্ধান্ত সরকারের হাতে।”

অবরোধের সময় শিক্ষক-কর্মচারীদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন। আন্দোলনের কারণে শাহবাগ থেকে টিএসসি, পলাশী, বাংলামোটরসহ আশপাশের রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, রোগীবাহী গাড়ির যাত্রীসহ সাধারণ পথচারীরা।


উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদার হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad