বড়লেখায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার যোগদান

বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন নাঈমা নাদিয়া। তিনি আজ বুধবার (১৫ অক্টোবর) নতুন কর্মস্থলে যোগদান করেন। নাঈমা নাদিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৪০তম ব্যাচের একজন কর্মকর্তা।
যোগদানের পর তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভূমি অফিসের কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি ভূমি সেবাকে জনবান্ধব ও সহজতর করার প্রত্যয় ব্যক্ত করেন।
সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া বলেন, “সরকারের ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করতে চাই। ভূমি সংক্রান্ত সেবা যেন দ্রুত ও স্বচ্ছভাবে প্রদান করা যায়, সে বিষয়টি নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।” এর আগে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের পক্ষ থেকে তাঁকে বড়লেখায় স্বাগত জানানো হয়।
তাহির আহমদ

মন্তব্য করুন: