সুনামগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত
Post Top Ad

সুনামগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৫/১০/২০২৫ ১৩:২৩:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধীর উন্নয়ন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সূচিত্রা রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) তাপস শীল।

সঞ্চালনায় ছিলেন সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কনসালটেন্ট ডা. তানজিল হক। সভায় আরও বক্তব্য রাখেন নুরুর রব চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সুবিমল চক্রবর্তী চন্দন, নুরুল আলম ছিদ্দিকী, আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম তারেক ও নুর উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি। সাদাছড়ি কেবল একটি প্রতীক নয়—এটি দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাধীন চলাফেরা ও আত্মবিশ্বাসের প্রতীক।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad