দোয়ারাবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
Post Top Ad

প্রদর্শনী ও আলোচনা সভা

দোয়ারাবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৫/১০/২০২৫ ১৫:৪১:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হাত ধোয়ার নায়ক হোন—এই প্রতিপাদ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উদ্যোগে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম প্রদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রেশ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মুহাম্মদ মহসিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, “হাত ধোয়া একটি সাধারণ অভ্যাস হলেও এটি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, সর্দি-কাশি এবং অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad