লাখাইয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

লাখাই উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ককে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জে মামলার অভিযোগ রয়েছে।
জানা যায়, ১৪ অক্টোবর (সোমবার) সন্ধ্যার দিকে লাখাই উপজেলার বামৈ এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগ শাখার যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম, এএসআই আনোয়ারুল হক, এবং কনস্টেবল প্রণয় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করেন।
ওসি মো. বন্দে আলী আরও নিশ্চিত করেন, গ্রেপ্তারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জে দায়ের হওয়া মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
তাহির আহমদ

মন্তব্য করুন: