‘বন্ধু কী খবর বল’
Post Top Ad

‘বন্ধু কী খবর বল’

কামরুল আশিকী, ,নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১৫/১০/২০২৫ ১৯:২৮:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এ এক অসাধারণ মুহুর্ত! প্রিয় বিদ্যাপীঠ, সেই মাঠ, কতো-শত স্মৃতি সবটুকুই যেন হাজির হলো চোখের সামনে। সাথে পুরনো সতীর্থদের একসাথে মিলিত হওয়ার মাহেন্দ্রক্ষণ। সব মিলিয়ে সেই ক্ষণে খোঁজে পেতে অপেক্ষা করতে হয়েছে ২৭ বছর। ২৭ বছর পর সেই সুযোগে অনেকেই আবেগে আপ্লুত। কেউবা পুরনো বন্ধুকে কাছে পেয়ে জড়িয়ে ধরছে গলা। কেউ বা কথা বলছে স্মৃতিকাতর হয়ে। সুমন চট্রোপাধ্যায়ের সেই গানের মতো কেউ বলছে‘বন্ধু কী খবর বল’। 

​দীর্ঘ ২৭ বছরের ব্যবধান ঘুচিয়ে বিশ্বনাথ উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের শিক্ষার্থীদের এক আবেগঘন মিলন মেলায় এমন দৃশ্যই দেখা গেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌরশহরের একটি রেস্টুরেন্টে এই পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়।


​মিলন মেলায় যেন ফিরে এসেছিল বিদ্যালয়ের সেই মাঠ, করিডোর আর ছেলেবেলার হাসি-আলাপের কোলাহল। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যাদের শিক্ষাজীবন ছিল এই বিদ্যাপীঠকে ঘিরে, ২৭ বছর পর তাদের একে অপরের কাছে ফেরা যেন হয়ে ওঠে নস্টালজিয়ার এক অমূল্য অধ্যায়।

​বিকেলের হালকা রোদের পর যখন প্রাক্তন শিক্ষার্থীরা একে একে জড়ো হতে শুরু করেন, তখন হাসি, আলাপ আর উষ্ণ কোলাকুলিতে মিশে যায় দীর্ঘ সময়ের ব্যবধান। একসময়ের সহপাঠীরা আজ জীবনের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত-কেউ প্রবাসে, কেউ ব্যবসায়, আবার কেউ পরিবারে প্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

​৯৭ ব্যাচের সহপাঠী মশিউর, ইকবাল ও নাসেরের উষ্ণ আয়োজনে এই মিলনমেলা যেন পরিণত হয় এক হৃদয়ের উৎসবে। প্রায় তিন ঘণ্টার এই আয়োজনে সবাই হাসলেন, পুরনো স্মৃতি ঝেড়ে তুললেন এবং একে অপরের জীবনের নতুন গল্প শুনলেন।


​আয়োজকরা জানান, আজকের এই মিলনমেলা শুধু একটি পুনর্মিলন নয়, এটি এক সময়ের সেতু, যা অতীত ও বর্তমানকে একসাথে বেঁধে রাখল-একটি স্কুল, একটি স্মৃতি আর একদল অমলিন বন্ধুত্বের মাধ্যমে। উপস্থিত সকল শিক্ষার্থীই প্রত্যাশা ব্যক্ত করেছেন, আজকের মতো এমন মিলন উৎসব যেন প্রতি বছরই আয়োজিত হয়।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad