মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর অংশে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকেরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর থেকে মাধবপুর পৌর শহরের কাচারি এলাকা পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে থেমে আছে যানবাহন।
জানজটে আটকা পড়া গাড়ির মধ্যে ছিল বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস ও বিভিন্ন পণ্যবাহী যান। যাত্রীরা অভিযোগ করে বলেন, রাস্তার উন্নয়নকাজের কারণে প্রতিদিন একই অবস্থার সৃষ্টি হয়। কেউ কেউ জানান, হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার সময় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়, এতে অনেক সময় রোগীর অবস্থা আরও গুরুতর হয়ে পড়ে।
একজন যাত্রী বলেন, “প্রায় প্রতিদিনই এখানে আটকে পড়তে হয়। সকালে রওনা দিলেও বিকেলে গন্তব্যে পৌঁছাতে হয়।”
সিএনজি চালক মজিবুর রহমান বলেন, “একদিকে উন্নয়নকাজ, অন্যদিকে অটোরিকশাগুলোর এলোমেলো পার্কিং—এই দুই কারণে সব সময় যানজট লেগে থাকে।”
মাধবপুর থানার ওসি সহিদউল্লাহ জানান, যানজট নিরসনে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ নিয়মিত কাজ করছে। তবে চলমান সড়ক সংস্কার ও উন্নয়নকাজের কারণে মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয়।
স্থানীয়দের অভিযোগ, বিকল্প সড়কের ব্যবস্থা না থাকায় যানজটের প্রভাব ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকাতেও। দ্রুত সংস্কারকাজ শেষ না হলে এই দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ রহমান

মন্তব্য করুন: