এইচআরএসএস’র প্রতিবেদন
দেশে এক মাসে ধর্ষণের শিকার ৬৪ নারী

আগস্ট মাসে দেশে মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটির মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে- মব সহিংসতা, গণপিটুনি, সাংবাদিকদের ওপর হামলা এবং সীমান্তে হত্যার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগস্টে অন্তত ১৫৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৬৪ জন ধর্ষণের শিকার, যাদের অর্ধেকই অপ্রাপ্তবয়স্ক।
এ সময়ে ১৮ জন নারী ও কন্যাশিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং তিনজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ সময় অন্তত ১৩৩ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে, যাদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে সাংবাদিকদের ওপর হামলা আগের মাসের তুলনায় দ্বিগুণ হয়েছে। অন্তত ৩৯টি ঘটনায় ৭২ জন সাংবাদিক হত্যা, নির্যাতন, গ্রেপ্তার, হয়রানি বা হুমকির শিকার হয়েছেন।
এর মধ্যে গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় মো. আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এছাড়া অন্তত ৩৩ জন সাংবাদিক আহত, ১৯ জন চাকরিচ্যুত, ১১ জন হুমকির মুখে, পাঁচজন লাঞ্ছিত এবং দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
এইচআরএসএসের আগস্টের মানবাধিকার প্রতিবেদন জানাচ্ছে, গত মাসে রাজনৈতিক সহিংসতার অন্তত ৬৭টি ঘটনায় চারজন নিহত ও ৫১৪ জন আহত হয়েছেন।
এর বেশির ভাগ ঘটনা ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও দলগুলোর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে। এছাড়া আগস্টে মব সহিংসতা ও গণপিটুনির অন্তত ৩৮টি ঘটনায় ২৫ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে শ্রমিক নির্যাতন ও কর্মক্ষেত্রে দুর্ঘটনার কথাও উঠে এসেছে। আগস্টে ২০টি ঘটনায় দুই শ্রমিক নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপত্তাহীনতায় আরো ২১ শ্রমিক কর্মক্ষেত্রে প্রাণ হারিয়েছেন।
এইচআরএসএস মনে করছে, সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভেতরে ও বাইরে উদ্বেগ বাড়ছে।
সংস্থাটি সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেছে, মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মানবাধিকার সংগঠনগুলোকে আরও সোচ্চার হতে হবে। সূত্র: বণিক বার্তা
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: