সিলেটের মাইজগাঁও রেলস্টেশনে আটক জার্সি পরিহিত কে এই তরুনী?
Post Top Ad

সিলেটের মাইজগাঁও রেলস্টেশনে আটক জার্সি পরিহিত কে এই তরুনী?

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/০৯/২০২৫ ১৩:৪০:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের মাইজগাঁও রেলস্টেশনে খেলার জার্সি পরিহিত অবস্থায় এক তরুনীকে পাওয়া গেছে। শুক্রবার রাতে রেল স্টেশনে উদ্দেশ্য বিহীন ঘুরাঘুরি করা কালে স্থানীয় জনগন মেয়েটিকে আটক করে। এ সময় মেয়েটির নাম পরিচয় জানতে চাইলে মেয়েটি ইংরেজি ভাষায় কথা বলে। তবে এই ইংরেজি বলার মধ্যে অনেক ভুল বাক্য ছিল বলে জানিয়েছেন অনেকেই। মেয়েটির পরনে জার্সিতে লেখা রয়েছে সামির, ইসলাম পুর মেজরটিলা সিলেট। 


প্রত্যক্ষদর্শীদের বর্ননামতে জানা যায়, সিলেটে থেকে ছেড়ে আসা পারাবাত এক্সপ্রেসে করে মেয়েটি মাইজগাঁও স্টেশনে নামে। এ সময় মেয়েটি রেল স্টেশনের লাইন ধরে এলোমেলো ভাবে হাঁটতে শুরু করে। পরে রেল স্টেশনের বিপরীতে থাকা একজন দোকানী মেয়েটিকে ধরে নিয়ে আসেন। পরে তিনি ৯৯৯ এ খবর দিয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। থানার এসআই স্বাধীন শুক্রবার দিবাগত রাত ১ টায় থানার হেফাজতে নিয়ে আসেন। 


খোকন নামের স্থানীয় একজন জানান, শুক্রবার তিনি স্টেশন জামে মসজিদ থেকে আসরের নামাজ শেষে মেয়েটিকে দেখতে পান। তখন একটি ছেলে হাতে ধরে রেল লাইনের উপর থেকে মেয়েটিকে নিয়ে আসছে। পরে প্লাটফর্মের বিপরীতে থাকা একটি গ্রোসারি সোপে মেয়েটির সাথে কথা বলে নাম ঠিকানা জানার চেষ্টা করা হয়। মেয়েটি তখন দোকানের বিভিন্ন জিনিসি এলোপাতারিভাবে ঢিল ছুড়তে থাকে। কিন্তু রাত বাড়তে থাকায় মেয়েটির নিরাপত্তার কথা ভেবে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

 

ঘটনার সত্যতা স্বীকার করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান ‘প্রথম সিলেট. ক ‘ কে বলেন, মেয়েটিকে স্থানীয় জনতা শুক্রবার রাতে আটক করে। খবর পেয়ে রাত ১ টায় ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে মেয়েটির নাম ঠিকানা কিছুই উদ্ধার করা সম্ভব হয় নি। তিনি বলেন, মেয়েটির মধ্যে মানসিক সমস্যা রয়েছে। আজ শনিবার মেয়েটিকে আদালতের মাধ্যমে সেইফ জোনে পাঠানোর ব্যবস্থা করা হবে। 


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad