সভাপতি পদে জয়ী লুবানা ইয়াছমীন,পরিচালক হলেন যারা
Post Top Ad

সিলেট উইমেন চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন

সভাপতি পদে জয়ী লুবানা ইয়াছমীন,পরিচালক হলেন যারা

আশিস রহমান,নিজস্ব প্রতিবেদক

০৭/০৯/২০২৫ ২১:৩৪:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট উইমেন চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন রোববার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। নগরের সুবিদ বাজারস্থ পিটিআই স্কুলে সকাল ৯ টা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রথমবারের মতো এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সুষ্ঠু ও একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করে।


ভোট গ্রহণ শেষে বিকাল ৫ টায় শুরু হয় গননা। নির্বাচনে ১১ সদস্যের পরিচালনা পরিষদে সহ-সভাপতি প্রার্থী আলেয়া ফেরদৌসি তুলি এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে অংশ নেওয়া সভাপতি পদে দুই প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে চেম্বারের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি লুবানা ইয়াছমীন শম্পা ২৭ ভোট বেশি পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সামিয়া আক্তারের প্রাপ্ত ভোট ছিল ১০৯ টি।


এদিকে পরিচালক পদে ৯ জন সদস্যের বিপরীতে প্রার্থী ছিলেন ১৪ জন। এর মধ্যে নির্বাচিত পরিচালকরা হলেন, মিসেস সামা হক চৌধুরী,জাকিরা ফাতেমা লিমি চৌধুরী,সাইমা সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান,রেহানা ফারুক শিরীন,আসমাউল হাসনা খান,গাজী জিনাত আফজা,শাহানা আক্তার ও তাহমিনা হাসান চৌধুরী। পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ভোট পান সামা হক চৌধুরী। তাঁর প্রাপ্ত ভোট ছিল ১৮৯।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad