নুরাল পাগলার লাশ উত্তোলনের নির্দেশদাতা গ্রেফতার
Post Top Ad

নুরাল পাগলার লাশ উত্তোলনের নির্দেশদাতা গ্রেফতার

প্রথম ডেস্ক

০৯/০৯/২০২৫ ১৭:৩২:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফ মোল্লা (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার মোস্তফা আল রাজীব বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার হওয়া আসামি অপু কাজীর দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে লতিফ হুজুরের নাম উঠে আসে। তার নির্দেশেই কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। অভিযান চালিয়ে তাকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।


তিনি আরও বলেন, লতিফ মোল্লা নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, চুরি, জখম, হত্যা এবং কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানোর মামলার অন্যতম আসামি। এ মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতার হওয়া আব্দুল লতিফ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দি এলাকার মাওলানা বাহাউদ্দিনের ছেলে। এছাড়াও, এই মামলায় অভি মণ্ডল রঞ্জু (২৯) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বিল্লাল মণ্ডলের ছেলে।


জানা গেছে, শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকেলে নুরাল পাগলার দরবারে হামলা ও ভাঙচুরের সময় রাসেল নামে একজন আহত হন। পরে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।


পরবর্তীতে সোমবার, ৮ সেপ্টেম্বর রাতে নিহত রাসেল মোল্লার বাবা মো. আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


এ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাসেল হত্যা মামলা, কবর থেকে লাশ উত্তোলন এবং লুটপাটের ঘটনায় আরও দুইজনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, নিহত রাসেলের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ৪ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad