জুড়ীতে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Post Top Ad

জুড়ীতে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জুড়ী

১৮/০৯/২০২৫ ১৮:১০:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলার জুড়ীতে আরিফা আক্তার (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের বটনিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফা আক্তার স্থানীয় পাতিসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং বটনিঘাট গ্রামের মৃত আব্দুর নুর চৌধুরীর মেয়ে।


পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে আরিফা বিদ্যালয়ে যান এবং ক্লাস শেষে বিকেলে বাড়ি ফেরেন। খাওয়া-দাওয়া শেষে তিনি নিজ কক্ষে বিশ্রামের জন্য যান। কিছুক্ষণ পর দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। দরজা বন্ধ থাকায় চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।


জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad