বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গাকে ভারতের পুশইন
Post Top Ad

বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গাকে ভারতের পুশইন

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৯/০৯/২০২৫ ১৫:১১:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত থেকে ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ৫২ ব্যাটালিয়ন। বর্তমানে তারা বিজিবি হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৫ জন শিশুসহ মোট ১২ জনকে ভারতীয় দিক থেকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করা হয়। এ সময় বিজিবির টহলদল তাদের উদ্ধার করে।


বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, উদ্ধারকৃত রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়লেখা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad