পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ঢাকায়

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় এসেছেন। টিভি নাটক থেকে সিনেমা— দুই পর্দাতেই সমানভাবে আলো ছড়ানো এই তারকা ১৮ সেপ্টেম্বর রাতে কড়া নিরাপত্তায় ঢাকায় পৌঁছান।
শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে ছবি শেয়ার করে ঢাকায় অবস্থানের খবর জানান তিনি। প্রকাশিত দুটি ছবির সঙ্গে লোকেশন দেন ঢাকা এবং জুড়ে দেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। এর আগেই সানসিল্ক বাংলাদেশের অফিশিয়াল পেজ থেকে হানিয়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছিল।
বাংলাদেশ সফরের আগে এক ভিডিও বার্তায় তিনি ঢাকায় আসার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে সরাসরি এসে সেই প্রত্যাশার অবসান ঘটালেন অভিনেত্রী।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর হানিয়া আমির ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে এক বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্কের এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন।
ভক্তদের জন্য রয়েছে বাড়তি সুখবরও। ঢাকায় অবস্থানকালে হানিয়া আমির ভক্তদের সঙ্গে সরাসরি একাধিক মুহূর্ত ভাগ করে নেবেন বলে আয়োজক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।
২০১৬ সালে অভিনয়ে অভিষেক ঘটে হানিয়ার। মেরে হামসাফার, ফেরি টেল, দিলরুবা, আনা কিংবা কাভি মে কাভি তুম-এর মতো জনপ্রিয় নাটকগুলো তাকে পৌঁছে দিয়েছে আকাশচুম্বী খ্যাতিতে।
‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার, যা পাকিস্তানেও বাণিজ্যিকভাবে সফল হয়। রোমান্টিক, কমেডি, গ্ল্যামারাস কিংবা চরিত্রাভিনয়— সব ক্ষেত্রেই প্রশংসা কুড়িয়েছেন হানিয়া। অভিনয়ের পাশাপাশি গানেও তিনি পারদর্শী।
বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি। ধারাবাহিকের প্রতি পর্বে তিন লাখ রুপি পারিশ্রমিক থেকে বেড়ে বর্তমানে চার লাখ রুপি নিচ্ছেন। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। ২৮ বছর বয়সি এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক কোটি ৩৫ লাখের বেশি।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: