সিলেটে একটি কুকুরকে নিয়ে যতো রহস্য!

একটি কুকুর এবং প্রতিদিন তার রহস্যময় আচরণ! তাও একদিন নয়,দুইদিন নয়, টানা তিন সপ্তাহ যাবত চলছে এক রহস্যময় আচরণ! একটি নির্দিষ্ট স্থানেই সকল দৃষ্টি কুকুরটির। আর সেই স্থানটিকে ঘিরে চক্রাকারে ঘুরছে কুকুরটি। টানা তিন সপ্তাহ একইভাবে একটি স্থানকে ঘিরে ঘুরতে থাকায় একটি গোলাকার স্থান তৈরি হয়েছে সেখানে। চারিদিকে সবুজ ঘাস থাকলেও কুকুরটি ঘুরতে থাকায় গোলাকার স্থানের ঘাসগুলো মরে গিয়ে একটি বৃত্ত তৈরি হয়েছে। যে বৃত্তের চারিদিকে প্রতিদিন কী যেন খুঁজে বেড়াচ্ছে কুকুরটি। ঘটনাটি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার দিলখুশ চা বাগানে। স্থানীয়রা প্রথমদিকে বিষয়টিকে গুরুত্ব না দিলেও এখন তাদের কৌতুহল বাড়ছে। সময় যত যাচ্ছে, কুকুরটির অস্বাভাবিক আচরণকে নিয়ে মানুষ শঙ্কা প্রকাশ করছেন।
স্থানীয়রা জানান, আশেপাশের মানুষ যতবার তাকে তাড়িয়েছে, কিছু সময় পর আবার সে ফিরে এসেছে। খিদে-তৃষ্ণা, ঝড়-বৃষ্টি কিংবা প্রচণ্ড রোদ—কোনো কিছুকেই তোয়াক্কা করছে না কু*কুরটি। শুধু একই স্থানের চারপাশে বৃত্তাকারে ঘুরে বেড়াচ্ছে প্রতিদিন। এমন অস্বাভাবিক আচরণ স্থানীয়দের মাঝে কৌতূহল ও আ*তঙ্ক দুই-ই তৈরি করেছে। কেউ বলছেন, এটি কোনো অদৃশ্য টানের প্রভাব, কেউ আবার মনে করছেন এখানে কোনো অলৌকিক রহস্য লুকিয়ে আছে।
প্রাণীর এ ধরনের আচরণের পেছনে কয়েকটি বৈজ্ঞানিক কারণ থাকতে পারে—
স্নায়বিক সমস্যা (Neurological disorder):
কুকুরের মস্তিষ্কে বা কানে ইনফেকশন হলে ভারসাম্য হারিয়ে বারবার একই দিকে ঘুরতে থাকে।
জায়গার বিশেষ গন্ধ বা চিহ্ন:
প্রাণীরা মানুষের চেয়ে অনেক বেশি গন্ধ শনাক্ত করতে পারে। হয়তো ওই স্থানে কোনো প্রাণীর রক্ত, প্রস্রাব বা অন্য গন্ধ আছে, যা কুকু*রটিকে টেনে রাখছে।
পৃথিবীর চুম্বক:
গবেষণায় দেখা গেছে, কুকুরসহ অনেক প্রাণী পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুভব করতে পারে। বিশেষ কোনো এলাকায় চৌম্বকীয় পরিবর্তন থাকলে প্রাণীরা সেখানে আটকে পড়তে পারে। মানুষের কানে না শোনা গেলেও কুকুররা নিচু ফ্রিকোয়েন্সির শব্দ ও মাটির ভেতরের কম্পন অনুভব করতে পারে। এটি তাদের অস্বাভাবিক আচরণের কারণ হতে পারে।
২০২২ সালে চীনে শত শত ভেড়াকে টানা কয়েকদিন ধরে বৃত্তাকারে হাঁটতে দেখা যায়, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। রাশিয়াতেও অনেক কুকুরকে একইভাবে নির্দিষ্ট জায়গায় ঘুরতে দেখা গেছে।
এলাকাবাসীর দাবি, তারা কখনো এরকম দৃশ্য দেখেননি। তাদের বিশ্বাস, এর পেছনে কোনো অজানা রহস্য বা অশরীরী প্রভাব কাজ করছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, চিকিৎসা পরীক্ষা ছাড়া কুকুরটির আচরণের সঠিক কারণ বলা সম্ভব নয়।
তাহির আহমদ

মন্তব্য করুন: