জুড়ীর ব্যস্ত সড়কে খোলা ম্যানহোল!
Post Top Ad

সওজ বিভাগ বলছে,ঢাকনার কাজ চলছে

জুড়ীর ব্যস্ত সড়কে খোলা ম্যানহোল!

নিজস্ব প্রতিনিধি, জুড়ী

২২/০৯/২০২৫ ১৮:১৩:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজারের ব্যস্ততম সড়কে নিউ মার্কেটের সামনেই সড়কের মাঝখানে খোলা ম্যানহোল জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৪ মাস ধরে ঢাকনাবিহীন এ ম্যানহোলকে স্থানীয়রা “মৃত্যুফাঁদ” বলে আখ্যায়িত করেছেন। প্রতিদিন হাজারো পথচারী ও যানবাহন চলাচলকারী এই সড়কে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।


সরেজমিন পর্যবেক্ষণ করে দেখেন, রাতে সড়কটিতে বিভিন্ন যানবাহনের ভিড় থাকে। খোলা ম্যানহোলের চারপাশে সতর্কতার জন্য স্থানীয়রা একটি লাঠি গেঁথে রেখেছেন। তবে ঢাকনা পড়ে গিয়ে তৈরি হওয়া বড় গর্তটি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।


এর পাশেই রয়েছে গোয়ালবাড়ী, নওয়াবাজার, বড় ধামাই ও পাতিলাসাঙ্গনের সিএনজি স্ট্যান্ড। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন চালক ও যাত্রীরা। 

সিএনজি চালক সায়মন মিয়া  জানান, “সড়কের একেবারে মাঝখানে গর্ত হওয়ায় নতুন চালকরা বিপাকে পড়েন। একদিন আমার সামনে দুজন মোটরসাইকেল চালক হঠাৎ গর্ত দেখে ব্রেক কষে পড়ে গিয়ে আহত হয়েছিলেন।” অন্য এক অটোরিকশা চালক সুমন আহমেদ বলেন, “দিনে কিছুটা দেখা যায়, কিন্তু রাতে নতুন চালকরা একেবারেই বুঝতে পারেন না। হঠাৎ সামনে গর্ত পড়লে দুর্ঘটনা হয়ে যায়। অনেক সময় যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন।”


জুড়ীর তরুণ ব্যবসায়ী হাফেজ শামসুল ইসলাম বলেন, “গর্তের কারণে প্রায়ই যানজট লেগে থাকে। এতে ব্যবসার ক্ষতি হচ্ছে। দ্রুত সমাধান না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”


এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুলাউড়ার উপ-সহকারী প্রকৌশলী নুরুন্নবী জানান, “এ ম্যানহোলের ঢাকনা ইতোমধ্যে তিনবার লাগানো হয়েছে। কিন্তু বারবার পড়ে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নতুন করে আবার ঢাকনা তৈরি করা হয়েছে। আরও ৩ দিনের মধ্যে এটি স্থাপন করা হবে। আশাকরি সমস্যার সমাধান হবে।”


স্থানীয়দের অভিযোগ, খোলা ম্যানহোলের ঝুঁকি দীর্ঘদিন ধরে বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই প্রশাসনের দ্রুত পদক্ষেপ নিয়ে মৃত্যুফাঁদে পরিণত এই ম্যানহোল সমস্যার স্থায়ী সমাধান চান তারা।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad