ধর্মপাশায় স্কুলঘরের ভিতরে কিশোরের ঝুলন্ত মরদেহ!
Post Top Ad

ধর্মপাশায় স্কুলঘরের ভিতরে কিশোরের ঝুলন্ত মরদেহ!

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৩/০৯/২০২৫ ১৮:০৩:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশায় স্কুল খুলতে গিয়ে শ্রেণীকক্ষের ভিতর থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল বেলা উপজেলার গাছতলা উচ্চ বিদ্যালয়ে। ওইদিন সকালে স্কুলের দপ্তরি বসন্ত তালুকদার স্কুল খোলার পর সতেরো বছরের কিশোর তুষারের মিয়ার নিথর দেহ দেখতে পান। পরে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। 


নিহত কিশোরের নাম তুষার মিয়া। তিনি পাইকুরাটি ইউনিয়নের রোকন মিয়ার কনিষ্ঠ পুত্র। পড়াশোনা করেছিলেন অষ্টম শ্রেণী পর্যন্ত। পরিবার ও প্রতিবেশীরা জানান, বেশ কিছুদিন ধরে তাঁর আচরণে পরিবর্তন দেখা যাচ্ছিল। কখনো হঠাৎ করে একা একা ঘোরাফেরা করতেন, আবার কখনো অজানা এক হতাশায় ডুবে থাকতেন। তবুও, তাঁর এই চরম সিদ্ধান্ত নেওয়ার কারণ কেউই কল্পনা করতে পারেননি।


পরিবারের সদস্যরা জানান, তুষারের মৃত্যুর জন্য তারা কাউকে দায়ী করছেন না। তাদের চোখে ভেসে ওঠে শুধু একটাই চিত্র—অকালপ্রয়াত সন্তানের অসহায় কান্না। “আমাদের কারও প্রতি কোনো অভিযোগ নেই,” বলেন তাঁর শোকাহত পরিবার।


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad