তাহিরপুরে যাদুকাটা নদীতে বালু পাচারকালে আটক ২
Post Top Ad

তাহিরপুরে যাদুকাটা নদীতে বালু পাচারকালে আটক ২

নিজস্ব প্রতিনিধি,তাহিরপুর

২৩/০৯/২০২৫ ২০:৪৯:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় অনুমতিবিহীনভাবে বালু উত্তোলন ও পাচারকালে ফের অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে বালুভর্তি একটি বড় স্টিভবডি জব্দ এবং দুইজনকে আটক করা হয়েছে।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করে তাহিরপুর থানা পুলিশ ও আনসার বাহিনী। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনুর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক আসামিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. শফিকুল ইসলাম (৩২), পিতা মৃত আলকাছ মিয়া, গ্রাম আলমাডর, ইউনিয়ন ফতেপুর, থানা বিশ্বম্ভরপুর, জেলা সুনামগঞ্জ। (মোবাইল কোর্ট মামলা নং ৫৮/২০২৫), মো. রাসেল মিয়া (১৮), পিতা মো. চেতন মিয়া, গ্রাম আলীপুর, ইউনিয়ন ফতেপুর, থানা বিশ্বম্ভরপুর, জেলা সুনামগঞ্জ। (মোবাইল কোর্ট মামলা নং ৫৯/২০২৫)

জব্দকৃত স্টিভবডিটি তাহিরপুর থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে। তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া ইউএনও মেহেদী হাসান মানিক তাঁর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে জানান, জনস্বার্থে যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad