তাহিরপুরে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা
Post Top Ad

তাহিরপুরে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৪/০৯/২০২৫ ২১:৪৭:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাদাঘাট বাজার মোড়ে ইউনিয়নবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক এবং সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহমেদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রশাসন কঠোর অবস্থানে আছে, তবে জনগণের সহযোগিতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।”

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহমেদ বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি সচেতন থাকে তবে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।”

এছাড়াও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন, বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার, বাদাঘাট জামে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রাখার উদ্দিন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad