নারী প্রতিষ্ঠিত হলে পরিবার প্রতিষ্ঠিত হয়: ওয়েব চেয়ারম্যান নাসরিন আউয়াল মিন্টু
Post Top Ad

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের অভিষেক

নারী প্রতিষ্ঠিত হলে পরিবার প্রতিষ্ঠিত হয়: ওয়েব চেয়ারম্যান নাসরিন আউয়াল মিন্টু

লতিফুর রহমান রাজু. নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

২৫/০৯/২০২৫ ১৮:৪২:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ওয়েব চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টুর সহধর্মিণী নাসরিন আউয়াল মিন্টু বলেছেন, সমাজে একজন নারী প্রতিষ্ঠিত হলে একটি পরিবার প্রতিষ্ঠিত হয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে জাতীয় উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখা সম্ভব।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসরিন আউয়াল মিন্টু বলেন, “অতীতে নারীদের কাজ করার সুযোগ সীমিত ছিল। তবে এখন পরিস্থিতি ভিন্ন। নারীরা যাতে হয়রানি ছাড়াই ব্যাংক থেকে ঋণ সুবিধা পান, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি। ব্যাংকগুলো নারীদের ঋণ দিতে অনাগ্রহী হলেও তাদের প্রতি ইতিবাচক নীতি গ্রহণ করলে ব্যবসায়িক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে।”

তিনি আরও বলেন, “নারীদের উৎপাদিত অনেক পণ্য আজ বিদেশের বাজারে রপ্তানি হচ্ছে। সিলেট অঞ্চলের নারী উদ্যোক্তাদের এগিয়ে আনার মাধ্যমে তারা দেশের অর্থনীতির চালিকাশক্তি হয়ে উঠতে পারবেন। এ ক্ষেত্রে এসএমই ফাউন্ডেশন ও বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মি. টি. হানসী ও মি. মানাস কুমার মুস্তাফী, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হিজকিল গুলজার, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, নাসিব সভাপতি আলীমুল এহসান চৌধুরী, মহিলা অধিদপ্তরের শাহিনা আক্তার, তৃণমূল নারী উদ্যোক্তা জাতীয় সমন্বয়ক অনিতা দাস গুপ্তাসহ অনেকে।

সভায় সভাপতিত্ব করেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা। শুভেচ্ছা বক্তব্য দেন চেম্বারের সহ-সভাপতি আলেয়া ফেরদৌসী তুলি ও পরিচালক সামা হক চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী, জাকিয়া ফাতেমা লিমি চৌধুরী, সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান, গাজী জিনাত আফজা, শাহানা আক্তার, সাইমা সুলতানা চৌধুরী, রেহানা কবির শিরীন ও আসমাউল হাসনা খান।পরে মধ্যাহ্নভোজ শেষে সাংস্কৃতিক পর্বে ধামাইল গান পরিবেশিত হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad