সিলেট বিভাগে ৩০ লাখ শিশুকে বিনামূল্যে দেওয়া হবে টাইফয়েডের টিকা
Post Top Ad

সিলেট বিভাগে ৩০ লাখ শিশুকে বিনামূল্যে দেওয়া হবে টাইফয়েডের টিকা

প্রথম ডেস্ক

২৫/০৯/২০২৫ ২২:৩০:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে ৩০ লাখেরও বেশি শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে এক মাসব্যাপী চলবে এ টিকাদান ক্যাম্পেইন। ইপিআই কর্মসূচির আওতায় এই উদ্যোগে সিলেট জেলায় ৮ লাখ ৪৯ হাজার এবং সিলেট সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৬২ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার নগরভবনে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

সভায় জানানো হয়, শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা নিতে পারবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা শিশুদের জন্য স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত এই টিকা নিরাপদ ও কার্যকর বলেও সভায় উল্লেখ করা হয়।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা-ই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ইউনিসেফ সিলেট অঞ্চলের প্রধান দিল আফরোজা ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিলেট বিভাগীয় সমন্বয়কারী ডা. খালিদ বিন লুৎফর, বিভিন্ন জেলার সিভিল সার্জন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালকসহ স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad