তাহিরপুরে জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Post Top Ad

তাহিরপুরে জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৬/০৯/২০২৫ ১৮:০৮:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৫ দফা দাবির সমর্থনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে সদর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। এছাড়া ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, দুর্নীতি ও গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

তারা সতর্ক করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য হয়ে পড়বে। গণহত্যার বিচারের অগ্রগতি ছাড়া জাতীয় নির্বাচনের আয়োজন অর্থহীন হবে এবং ফ্যাসিবাদের বিচার দৃশ্যমান না হলে জাতির ঐক্য টেকসই হবে না।

সমাবেশে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ রুকন উদ্দিন, নায়েবে আমির সেলিম হায়দার, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মহসিন রেজা মানিক, উপজেলা জামায়াত সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, উপজেলা ছাত্রশিবিরের উত্তর শাখার সভাপতি শাওয়াত হোসেন সোহাগ ও দক্ষিণ শাখার সভাপতি রাজন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার উদ্দিন, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ, সহ-সভাপতি আবিকুল ইসলাম, প্রচার সম্পাদক ঝুমন আহমেদ মিঠুসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad