দোয়ারাবাজার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি তাজুল, সম্পাদক মুন্না
Post Top Ad

দোয়ারাবাজার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি তাজুল, সম্পাদক মুন্না

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৭/০৯/২০২৫ ০০:০২:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর ও সিলেটের ডাকের প্রতিনিধি তাজুল ইসলাম। সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তাজুল ইসলামকে সভাপতি এবং এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এনামুল কবির মুন্নাকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করেন।

নতুন কমিটির অন্য পদাধিকারীরা হলেন—সহ-সভাপতি এম এইচ শাহজান আকন্দ ও জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও আবু তাহের মিসবাহ, সাংগঠনিক সম্পাদক হাফিজ সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক এম এ শুকুর, অর্থ সম্পাদক হাবিবুল কবির শুভ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সালাম, সম্মানিত সদস্য হাবিবুর রহমান, জাহিদ হাসান পাপন ও হুমায়ুন ফরিদ।


সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে দোয়ারাবাজার প্রেসক্লাব সাংবাদিকতার মান উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad