সিলেটে পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় ঝাড়ু হাতে ডিসি সারওয়ার
Post Top Ad

সিলেটে পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় ঝাড়ু হাতে ডিসি সারওয়ার

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/০৯/২০২৫ ২০:৪৮:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট শহরে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় দেখা মিলল এক ব্যতিক্রমী দৃশ্য। সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নিজেই ঝাড়ু হাতে শহরের রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেন। এ সময় তিনি নিজ হাতে ময়লা পরিষ্কার করে সবাইকে বলেন, ‘এই শহর হচ্ছে আমাদের সবার, তাই নিজের কাছ থেকেই পরিচ্ছন্নতা শুরু হোক।’


সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সকালেই সার্কিট হাউসের সামনে থেকে জালালাবাদ পার্ক ও ক্বীন ব্রিজ পর্যন্ত এলাকা পরিচ্ছন্ন করা হয়। এসময় জেলা প্রশাসক নিজেই ঝাড়ু হাতে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সামাজিক সংগঠন ক্লিন বিডির সদস্যরা।


ডিসি মো. সারওয়ার আলম বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। হকারমুক্ত, আবর্জনা মুক্ত, সুন্দর সড়ক আর ব্রিজ আমাদের শহরের গর্ব হবে। শহরের মানুষ যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে, নিজ জায়গা পরিচ্ছন্ন রাখে, তবে শহরও স্বাভাবিকভাবে পরিচ্ছন্ন থাকবে।"

সালথায় ইমাম-ওলামা মাশায়েখদের সঙ্গে জামায়াতের মতবিনিময়


তিনি আরও বলেন, "পরিবেশ দিবস উপলক্ষে আজ আমরা শুধু রাস্তাঘাট নয়, আমাদের মনও পরিষ্কার করি। প্রকৃতি রক্ষা, শহর পরিচ্ছন্নতা ও সুষ্ঠু নাগরিক দায়িত্ব পালন—এগুলো একসাথে হলে সিলেট হবে আরও পরিচ্ছন্ন, আরও সুন্দর।"


আজকের এই উদ্যোগকে শহরবাসী ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং অনেকেই ডিসির সঙ্গে হাতে ঝাড়ু নিয়ে শহর পরিচ্ছন্নতায় অংশ নেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad