ছাতকে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার
Post Top Ad

ছাতকে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৭/০৯/২০২৫ ২১:১১:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে যৌথবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় রিভলবার, পাইপগান, কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে ছাতক থানা পুলিশ ও শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা যৌথভাবে উপজেলার খুরমা গ্রামে অভিযান চালায়।

অভিযানে মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল খালিকের বসতবাড়ির খড়ের গাদার সামনে থেকে ১টি দেশীয় রিভলবার, ১টি পাইপগান, ২টি কার্তুজ এবং ৭টি দেশীয় ধারালো অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো সাধারণ ডায়েরি (নং-১২৩৭) মূলে থানার হেফাজতে রাখা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad