সিলেটে গ্রেপ্তার বাসদ নেতাদের মুক্তির দাবি
Post Top Ad

বাম গণতান্ত্রিক জোটের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

সিলেটে গ্রেপ্তার বাসদ নেতাদের মুক্তির দাবি

প্রথম সিলেট প্রতিবেদন

২৮/০৯/২০২৫ ০০:৩০:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে আন্দোলনে নেমে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট।

মিছিলে নেতৃবৃন্দ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট নেতা সৈকত ও রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, বাম নেতৃবৃন্দ মেহনতি মানুষের দাবির পক্ষে সর্বদা সোচ্চার, কিন্তু মেহনতি মানুষদের ন্যায্য দাবিকে তোয়াক্কা না করে তাদের পক্ষে যারা দাঁড়িয়েছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে। ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের আন্দোলনে সংহতি জানানোর কারণে নেতৃবৃন্দকে যানবাহন ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে, অথচ তারা সেদিনের ভাঙচুরস্থলে ছিলেন না, এমনকি কেউ কেউ ছিলেন সিলেটের বাইরে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে চলছে মহানগর পুলিশের বিশেষ অভিযান। এই অভিযানে প্রতিদিনই আটক করা হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ, চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাই মালিক-শ্রমিকরা। ওই বিক্ষোভ মিছিল থেকে বন্দরবাজার ও মেন্দিবাগ এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসে হামলা ভাঙচুর করা হয়। এ ঘটনায় করা মামলায় বাসদের সিলেট জেলার আহবায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার এই দুই নেতা গ্রেপ্তারের আগে দুপুর ১২টায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে সমাবেশে ছিলেন। এবং গ্রেপ্তার করা একজনের দাবি যেদিনের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেদিন তিনি ঢাকায় একটি কনফারেন্সে ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad