দিরাইয়ে জুয়েলারি দোকানের স্বর্ণালঙ্কার নিয়ে কর্মচারীর পলায়ন

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের মেসার্স নূপুর জুয়েলার্সের কর্মচারী রনি দে দোকান থেকে প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দিরাই পৌর শহরের থানা রোড এলাকার মেসার্স নূপুর জুয়েলার্সে মাসিক বেতনে কারিগর হিসেবে কাজ করতেন শ্রীমঙ্গল থানার সবুজবাগ গ্রামের রতন দে’র ছেলে রনি দে (৩০)।
গত রবিবার জরুরি কাজের ডেলিভারি থাকায় দোকান মালিকের নির্দেশ অনুযায়ী সকাল সাড়ে ৭টার দিকে রতন দে ও আরেক কর্মচারী নিশু বর্মন দোকানে এসে স্বাভাবিক কার্যক্রম শুরু করেন। ঘন্টাখানেক পর অপর কর্মচারী বাইরে গেলে, এ সুযোগ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান রনি দে। দিরাই পৌরসভার দাউদপুর গ্রামে রনি দে'র শশুর বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে রাতে দোকান মালিক কাজল বনিক বাদী হয়ে দিরাই থানায় লিখিত অভিযোগ দেন।
রনির স্ত্রী প্রমা দে বলেন, দোকানে কাজ আছে বলে খুব সকালে বেরিয়ে যান। আর বাসায় ফিরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাচ্ছি। কাজল বনিক বলেন, একটি বিয়ের আর্জেন্ট কাজের জন্য প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণ রনি দে'র কাছে দেয়া ছিল। আমার দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে আটটার দিকে রনি দে একটি কাগজে স্বর্ণালংকার মুড়িয়ে প্যান্টের পকেটে নিয়ে দোকান থেকে বেরিয়ে গেছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোকান কর্মচারীকে আটক ও স্বর্ণ উদ্ধার করতে পুলিশ কাজ করছে।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: