জামালগঞ্জে ধানুয়াখালী গ্রামে রাস্তার কাজের উদ্বোধন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের ধানুয়াখালী গ্রামে নতুন রাস্তার কাজের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় প্রবীণ গোলাপ মিয়ার সভাপতিত্বে এবং ইমামুলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিল্পপতি লিটন রানা প্রধান ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী নুর মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনির হোসেন বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের ভালোবাসায় মুগ্ধ। এই গ্রামের উন্নয়নকে আমি নিজের নৈতিক দায়িত্ব মনে করি। ব্যক্তিগত তহবিল থেকে কালভার্ট ব্রিজ থেকে পাগলপাড়া পর্যন্ত রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছি। পাশাপাশি যুব সমাজকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করব। আগামী বছর ঈদগাহ মাঠের উন্নয়নও করার চেষ্টা থাকবে।”
তিনি আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। কেবল আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে প্রতিবছর এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।”
সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, “মনির হোসেন জামালগঞ্জবাসীর গর্ব। তিনি একজন দানবীর মানুষ। এলাকার উন্নয়নে আমরা সবসময় তাঁর পাশে থাকব।”
শিল্পপতি লিটন রানা প্রধান বলেন, “মনির হোসেন একজন কাজের মানুষ। তিনি ধানুয়াখালীর মানুষের চলাচল উপযোগী করে রাস্তার কাজ শেষ করবেন—এটাই আমাদের বিশ্বাস।”
স্থানীয় ব্যবসায়ী নুর মিয়া বলেন, “এই রাস্তার অভাবে আমাদের দীর্ঘদিন কষ্ট করতে হয়েছে। গ্রামের তরুণ ও মুরুব্বিদের সঙ্গে পরামর্শ করে মনির হোসেনকে অনুরোধ করলে তিনি রাজি হন। এ উদ্যোগে আমার মামা আব্দুর রহিমের সহযোগিতাও ছিল, যদিও তিনি চিকিৎসার জন্য ঢাকায় থাকায় উপস্থিত থাকতে পারেননি।”
অনুষ্ঠানে ওয়ার্ড মেম্বার শাহজাহান সিরাজ, মহিলা মেম্বার ডরিন বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ রহমান

মন্তব্য করুন: