সিলেটে বাসদ নেতা আবু জাফর ও প্রণব জ্যোতি পালের জামিন মঞ্জুর

সিলেটে ব্যাটারি রিকশা চালকদের পক্ষে আন্দোলনে নেমে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালের জামিন মঞ্জুর হয়েছে।
সোমবার সকালে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক মো. শরিফুল হক তাদের জামিন মঞ্জুর করেন। জামিন সংক্রান্ত তথ্য নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন জানান, ভাঙচুরের দুটি মামলায়ই আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। ফলে তাদের মুক্তিতে আর কোনো বাধা নেই। তিনি আরও বলেন, আশা করা যাচ্ছে আজকের মধ্যেই তারা জেল থেকে মুক্তি পাবেন।
এর আগে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বাসদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে জাফর ও প্রণবকে আটক করে ডিবি পুলিশ। এরপর তাদের যানবাহন ভাঙচুরের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় এবং কারাগারে প্রেরণ করা হয়।
জানা গেছে, সিলেটে ব্যাটারি রিকশার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানের প্রতিবাদে আন্দোলন চলাকালীন এই ভাঙচুরের ঘটনা ঘটে। যদিও মামলার দিন আবু জাফর ঢাকায় একটি আন্তর্জাতিক কনফারেন্সে উপস্থিত ছিলেন।
জাফর ও প্রণবের গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং বাম গণতান্ত্রিক জোট সিলেটে মিছিল ও সমাবেশের মাধ্যমে তাদের মুক্তির দাবি জানায়।
এ রহমান

মন্তব্য করুন: