সুনামগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহত ওই সদস্য বর্তমানে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ বাংলাভিটা বিওপি থেকে সুবেদার সিগন্যাল মো. ইসরাইল খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯০/১৫-এস থেকে প্রায় ৪০০ গজ ভেতরে রূপনগর এলাকায় গমন করে।
টহল চলাকালে সংঘবদ্ধ প্রায় ১০০-১২০ জন চোরাকারবারি ভারতীয় গরুভর্তি একটি ট্রলার নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা ইট, পাথর ও বল্লম নিক্ষেপ করে এবং গাদা বন্দুক দিয়ে প্রায় ১৫-২০ রাউন্ড গুলি চালায়। এতে নায়েক মো. আখিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং ঘটনাস্থল থেকে ৩৩টি ভারতীয় গরুসহ একটি ট্রলার আটক করেন। এ সময় ঘটনাস্থল থেকে বল্লম, দা, কাঁচি, পাথর ও ঢাল উদ্ধার করা হয়। ঘটনার পর জব্দকৃত গরু ও মালামাল মধ্যনগর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, "সীমান্ত এলাকায় প্রায়ই চোরাকারবারিদের হামলার শিকার হতে হচ্ছে আমাদের সদস্যদের। তবুও তারা জীবন বাজি রেখে দেশের নিরাপত্তায় দায়িত্ব পালন করে যাচ্ছেন।"
এ রহমান

মন্তব্য করুন: