বিএনপি নেতা মাহবুব চৌধুরী
৭০-এর মত এবারের নির্বাচনও টার্নিং পয়েন্ট হবে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা ও সুনামগঞ্জ-২ আসনে সংসদ সদস্য প্রার্থী মাহবুব চৌধুরী বলেছেন, দেশের জন্য আসন্ন জাতীয় নির্বাচন হবে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ’৭০-এর নির্বাচন যেমন ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল, এবারের নির্বাচনও তেমনি দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে।
তিনি বলেন, “ভোটের পরও ফলাফল বিভ্রান্ত করার নানা চেষ্টা হতে পারে। অতীতে সব কমিশন স্বাধীনতার দাবি করলেও বাস্তবে তা দেখাতে পারেনি। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা রয়েছে, যারা একটি সুন্দর নির্বাচন হতে বাধা দিতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সজাগ থাকতে হবে।”
সোমবার (৩০ সেপ্টেম্বর) দিরাই পৌর শহরে বিএনপির ৩১ দফা ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা মাহবুব চৌধুরী আরও বলেন, “শুধু ঋণখেলাপি নয়, যারা অর্থ পাচারকারী তারাও যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সেই আইন করতে হবে। তরুণ প্রজন্মের প্রত্যাশা সামনে রেখে রাষ্ট্রকে আধুনিক, গণমুখী ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার মাধ্যমে সাজাতে হবে। জেনারেশন জি ও আলফা প্রজন্মের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক সংস্কারে অন্তর্ভুক্ত করতে হবে।”
জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়তে হলে সবাইকে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। জ্ঞান, সম্পদ ও শক্তি নিয়ে আমরা একসঙ্গে কাজ করলে কোনো অশুভ শক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। বিভক্ত হয়ে থাকলে উন্নতি সম্ভব নয়।”
সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল জলিল, মুরাদ চৌধুরী, দিরাই রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম, যুবদল নেতা মছিউর রহমান, আব্দুল মুকিত রিপন, আলেক উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র নেতা আব্দুর রশিদ চৌধুরী, জিসান তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ রহমান

মন্তব্য করুন: