নয়াবন্দরে তাফিদা রাকিব ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।
তাফিদা রাকিব ফাউন্ডেশন (ইউকে ও ইউরোপ) আয়োজিত এ ক্যাম্পে সহযোগিতা করে ইনক্লুসিভ আই হসপিটাল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মূহি আহাদ।
মেডিকেল ক্যাম্পে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষকে বিশেষজ্ঞ পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন। দিনব্যাপী ১৪৯ জন পুরুষ ও ১৪৮ জন নারী চিকিৎসা সেবা নেন। এ ছাড়া ১৮২ জন রোগী চশমা পান, ৫১ জনের ছানি অপারেশন সম্পন্ন হয়, ২৭ জন নিউরোলজিক্যাল সমস্যায় চিকিৎসা নেন এবং ১৮ জন শিশু শিশুরোগ বিভাগে সেবা পান।
স্থানীয়রা জানান, আন্তর্জাতিক মানের চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে পাওয়ায় তারা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন।
এই ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইনক্লুসিভ আই হসপিটাল। বিশেষভাবে উল্লেখযোগ্য মূহি আহাদের অবদান, যিনি দীর্ঘদিন ধরে তাফিদা রাকিব ফাউন্ডেশনের বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। নয়াবন্দর হাই স্কুল অ্যান্ড কলেজের জন্য তার পরিবারের অবদানও প্রশংসিত—এর আগে তার বাবা প্রতিষ্ঠানটিকে নগদ ১০ লাখ টাকা সহায়তা করেছিলেন। পরিবারটি শিক্ষা ও গরিব-অসহায় মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করছে।
আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের আন্তর্জাতিক মানের চিকিৎসা কার্যক্রম নিয়মিত হলে এলাকার স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।
এ রহমান

মন্তব্য করুন: