উত্তর শ্রীপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ফেরদৌস আলম আখঞ্জী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি নয়াবন্দ, ভোরাঘাট, তেলীগাঁওসহ একাধিক পূজা মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে ফেরদৌস আলম আখঞ্জী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যই আমাদের শক্তি। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এ সময় তার সঙ্গে ছিলেন উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জী, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ মো. তাজুদ আলী, মো. দুলাল মিয়া, মো. আলী আজগর, ছাত্রদল নেতা মো. খলিল তালুকদারসহ আরও অনেকে।
এ রহমান

মন্তব্য করুন: