আমাদের মাতৃভূমি ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দেশ : মিফতাহ্ সিদ্দিকী
Post Top Ad

আমাদের মাতৃভূমি ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দেশ : মিফতাহ্ সিদ্দিকী

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০১/১০/২০২৫ ১৮:৩৪:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশে যুগ যুগ ধরে হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। তিনি বলেছেন, “এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং মিলন, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের দেশ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দেশ। এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে সব সম্প্রদায়ের মানুষ আনন্দ-উৎসব ভাগাভাগি করে আসছে।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন, “দুর্গাপূজা হোক কিংবা ঈদ—বাঙালি জাতি সবসময় মিলেমিশে উৎসবকে সফল করে তোলে। এই ঐতিহ্য আমাদের জাতীয় সংস্কৃতির অমূল্য সম্পদ। ধর্ম যার যার, উৎসব সবার—এই বিশ্বাসে আমরা ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন রক্ষা করবো। বিভেদের নয়, বরং ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের জায়গায় সবাইকে দাঁড়াতে হবে।”

তিনি আহ্বান জানিয়ে বলেন, “আমরা একে অপরের উৎসবে অংশ নেব, আনন্দ ভাগাভাগি করব, দুঃখ-সঙ্কটে পাশে দাঁড়াব—এভাবেই প্রকৃত বাংলাদেশ গড়ে উঠবে। রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, তবে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গায় আমরা সবাই এক।”

পরিদর্শনকালে কোম্পানীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল কাদের, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল ও তাতী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad