ফ্রি চিকিৎসা ক্যাম্প
দোয়ারাবাজারে ইউরোপের খ্যাতনামা চিকিৎসকদের সেবা পেলেন শত শত মানুষ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও নতুন বাজারে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমের আয়োজন করে তাফিদা রাকিব ফাউন্ডেশন, যৌথভাবে সহযোগিতা করে মদিনা ডায়াগনস্টিক সেন্টার (পান্ডারগাঁও, দোয়ারাবাজার) এবং ইনক্লুসিভ আই হসপিটাল।
এ ক্যাম্পে ইউরোপ ও লন্ডন থেকে আগত একদল খ্যাতনামা চিকিৎসক স্বেচ্ছায় সেবা প্রদান করেন। বিশেষ করে ইতালি থেকে আগত তিনজন চক্ষু বিশেষজ্ঞ— ড. পাওলো মিলেয়া (Paolo Milella), ড. গুইদো গালমোজ্জি (Guido Galmozzi) ও ড. সিমোনে কন্তে (Simone Conte) শত শত রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা দেন।
এছাড়া লন্ডন থেকে আগত বিশ্বখ্যাত নিউরোলজি বিশেষজ্ঞ ড. Matthias Koepp এবং মেডিসিন বিশেষজ্ঞ ড. সিদরা নাইম রোগীদের ফ্রি চিকিৎসা দেন। তাদের সঙ্গে ছিলেন ইনক্লুসিভ আই হসপিটালের ড. মোস্তাফিজুর রহমান, ড. মিজানুর রহমান, ড. হাবিবুর রহমান সাজুসহ স্থানীয় চিকিৎসকরা। চিকিৎসা কার্যক্রমে স্থানীয়ভাবে সহযোগিতা করেন ড. মাহমুদুল হাসান ও মদিনা ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্যকর্মীরা। দিনব্যাপী ক্যাম্পে চক্ষু, স্নায়ু রোগ, মেডিসিন ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত অসংখ্য মানুষ চিকিৎসা গ্রহণ করেন এবং রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্প সফল করতে স্থানীয় একদল স্বেচ্ছাসেবক অক্লান্ত পরিশ্রম করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য— মাস্টার কামাল উদ্দিন, হাফিজ আমিন উদ্দিন, মাওলানা দিলোয়ার হোসেন, মাওলানা আব্দুল হক, আব্দুল হাই বশির, মাওলানা আবুল হাসনাত, আবুল কালাম, শফিক উদ্দিন, আপ্তাব উদ্দিন, আব্দুল কুদ্দুস ও আল আমীন।
চিকিৎসা কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে উদ্যোগটির প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসী চিকিৎসকরা তাদের মূল্যবান সময় ব্যয় করে গ্রামীণ মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছেন—এটি মানবতার এক অনন্য উদাহরণ।
তাফিদা রাকিব ফাউন্ডেশন ও মদিনা ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা জানান, সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। ভবিষ্যতেও নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
এ রহমান

মন্তব্য করুন: