শারদীয় দুর্গোৎসব হোক সম্প্রীতি ও মিলনের সেতুবন্ধন: কলিম উদ্দিন মিলন
Post Top Ad

শারদীয় দুর্গোৎসব হোক সম্প্রীতি ও মিলনের সেতুবন্ধন: কলিম উদ্দিন মিলন

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০১/১০/২০২৫ ২১:৫৭:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, “শারদীয় দুর্গোৎসব হোক সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মিলনের সেতুবন্ধন।”

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, “শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ, এখানে সব ধর্মের মানুষ সমানভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “দলীয় নির্দেশনা অনুযায়ী আমি প্রতিটি পূজামণ্ডপে যাচ্ছি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার চেষ্টা করছি।”

পরিদর্শনকালে সর্বজনীন দোয়ারাবাজার দুর্গাপূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায় কলিম উদ্দিন মিলনের হাতে ধানের শীষ উপহার দেন।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম.এ. বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শামীম পাশা রিগেন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের আহ্বায়ক শাহাবুদ্দিন শিহাব, সদস্যসচিব সাজিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad