সীমান্তের চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারিতে বিজিবি
Post Top Ad

সীমান্তের চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারিতে বিজিবি

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০২/১০/২০২৫ ০২:০২:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অবৈধ কয়লা, ভারতীয় গরু, মাদকসহ নানা ধরনের চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাম্প্রতিক সময়ে সীমান্তপথে ইয়াবা, মদ, গাঁজা, গরু, কয়লা ও কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালান কার্যক্রম বেড়ে যাওয়ায় বিজিবি সদস্যরা টহল ও নজরদারি জোরদার করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে একাধিক চোরাকারবারিকে আটক ও বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়েছে। তবে এসব অভিযানে বিজিবি সদস্যরাও হামলার শিকার হয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর চোরাচালান প্রতিরোধে অভিযান চালানোর সময় বিজিবির একটি টহলদল স্থানীয় চোরাকারবারিদের হামলায় আহত হয়। বর্তমানে আহত সদস্যরা চিকিৎসাধীন আছেন। এর আগে লাউড়েরগড় বিওপি এলাকায় বিজিবি জোয়ানদের ওপর হামলা ও সরকারি নৌযান ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি জানায়, বিশেষ করে ট্যাকেরঘাট, বাগলী, লাউড়েরগড়, কলাগাঁও, চারাগাঁও বাগলীসহ সীমান্ত এলাকা এবং পাটলাই নদী, যাদুকাটা নদী ও টাংগুয়ার হাওরপথে নজরদারি আরও বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণকেও চোরাচালানবিরোধী কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, “আমরা সীমান্তে চোরাচালান ও মাদক পাচার বন্ধে কঠোর অবস্থানে রয়েছি। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধ পণ্য বা মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তের আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য স্থানীয়দের সহায়তা ও সচেতনতা প্রয়োজন।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad