মৌলভীবাজারে অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের ১০ দিনেও উদ্ধার হয়নি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ববানপুর গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী সোহানা আক্তার (১৪) অপহরণের ১০ দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনায় মামলা হলেও আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে বলে অভিযোগ উঠেছে। এতে করে সোহানা জীবিত না নিহত—তা নিয়েও পরিবারে চরম শঙ্কা বিরাজ করছে।
পরিবার জানায়, গত ২১ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে একই গ্রামের রবিউল ইসলাম (১৯) তার বাবা আব্দুল খালিক ও সহযোগীদের সহায়তায় সোহানাকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে রবিউলের পরিবার স্থানীয় মুরুব্বিদের কাছে ঘটনাটি স্বীকার করে এবং বিয়ের মাধ্যমে সমঝোতার প্রস্তাব দেয়। তবে ভিকটিমের পরিবার এতে রাজি না হয়ে ২৭ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। অভিযোগ রয়েছে, মামলা করার পরও পুলিশ মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। তারা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না।
অপহৃতার বড় ভাই মিলাদ মিয়া বলেন, “আমরা দেশের বাইরে থাকি। বাড়িতে শুধু বৃদ্ধ বাবা-মা আর ছোট বোন থাকে। প্রকাশ্যে অপহরণের পর মামলা করলেও পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা বোনের জীবনের নিরাপত্তা চাই।”
অপহৃতার মা মনোয়ারা বেগম বলেন, “আমার মেয়ের বয়স মাত্র ১৪ বছর ৮ মাস। তাকে স্কুলে যাবার পথে অপহরণ করা হয়েছে। সে বেঁচে আছে না মারা গেছে—আমরা কিছুই জানি না। প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দিন।”
অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারে আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। আশা করছি দ্রুত আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধার করা সম্ভব হবে।”
এ রহমান

মন্তব্য করুন: