সিলেট–সুনামগঞ্জ–মৌলভীবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প
Post Top Ad

ইউরোপের বিশেষজ্ঞ চিকিৎসকদের মানবসেবামূলক উদ্যোগ

সিলেট–সুনামগঞ্জ–মৌলভীবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

মো. ফজলু মিয়া, নিজস্ব প্রতিনিধি,ওসমানীনগর

০৩/১০/২০২৫ ১৮:১৭:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তাফিদা রাকিব ফাউন্ডেশনের সৌজন্যে ও ইনক্লুসিভ আই হসপিটালের সহযোগিতায় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। ২৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম। ইতালি, স্পেন ও লন্ডন থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্যরা স্থানীয় রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করছেন।

চক্ষু, স্নায়ু, শিশু ও নারী রোগীরা পাচ্ছেন বিশেষ সেবা। চক্ষু রোগীদের জন্য রয়েছে ফ্রি ওষুধ ও চশমা বিতরণ, আর ছানি রোগীদের জন্য হাসপাতাল যাতায়াত, থাকা-খাওয়ার ব্যবস্থা এবং বিনামূল্যে অপারেশনের সুবিধা রাখা হয়েছে।


ক্যাম্পের সেবা পরিসংখ্যান

২৯ সেপ্টেম্বর, সিলেট সীমান্তিক কমপ্লেক্স: পুরুষ ও মহিলা রোগী ২৩৬ জন, চশমা বিতরণ ১০৮ জন, ছানি অপারেশন ২৯ জন, নিউরো ও শিশু রোগী ৬৭ জন।

৩০ সেপ্টেম্বর, নয়াবন্দর হাই স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথপুর: পুরুষ রোগী ১৪৯ জন, মহিলা রোগী ১৪৮ জন, চশমা বিতরণ ১৮২ জন, ওষুধ বিতরণ ১৬০ জন, ছানি অপারেশন ৫১ জন, নিউরো রোগী ২৭ জন, শিশু রোগী ১৮ জন। ১ অক্টোবর, মদিনা ডায়াগনস্টিক সেন্টার, দোয়ারাবাজার: চশমা বিতরণ ১২৫ জন, ওষুধ ১৪৫ জন, শিশু রোগী ৩৫ জন। ২ অক্টোবর, ডৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়াইনঘাট: মহিলা রোগী ২৫৫ জন, চশমা বিতরণ ১৪৬ জন, শিশু রোগী ২০৫ জন, নিউরোলজি রোগী ৬০ জন, ছানি অপারেশন ৯৩ জন।


আগামী ক্যাম্প অনুষ্ঠিত হবে—

৪ অক্টোবর ছাতক সুফিনগর,

৫ অক্টোবর জৈন্তাপুর,

৬ ও ৭ অক্টোবর পুনরায় সিলেট সীমান্তিক কমপ্লেক্সে।

একজন রোগী বলেন, “বিনামূল্যে চোখের অপারেশন ও চশমা পাওয়াটা আমাদের জন্য আল্লাহর রহমত। শিশুদের চিকিৎসা ফ্রি হওয়ায় আমরা খুব উপকৃত হয়েছি। গ্রামে এ ধরনের চিকিৎসা আগে কখনো পাইনি।”

ইনক্লুসিভ আই হসপিটালের এক প্রতিনিধি জানান, “ইউরোপের চিকিৎসকরা সম্পূর্ণ মানবসেবার উদ্দেশ্যে এখানে এসেছেন। এ ধরনের উদ্যোগ প্রবাসীদের দেশের মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।”

স্থানীয় জনপ্রতিনিধির ভাষ্য, “তাফিদা রাকিব ফাউন্ডেশন ও প্রবাসী ডাক্তারদের এই উদ্যোগ মানবতার কল্যাণে অনন্য উদাহরণ।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad