পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না: মাহবুবুর রহমান
Post Top Ad

পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না: মাহবুবুর রহমান

লতিফুর রহমান রাজু. নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

০৩/১০/২০২৫ ২২:৫৪:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, দেশে একটি কুচক্রী মহল পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়ার কথা বলে নির্বাচন বানচাল ও পেছানোর পাঁয়তারা করছে। কিন্তু এই ষড়যন্ত্র জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

তিনি বলেন, “আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত এই পিআর পদ্ধতি বুঝিও না, চাইও না। ভোট দেবো সুনামগঞ্জে, আর এমপি হবে রাঙামাটি কিংবা কক্সবাজার থেকে—এটি জনগণের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছুই নয়। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে জনগণের ভোটের মাধ্যমে প্রকৃত নেতা নির্বাচিত হবে।”

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাদাঘাট বাজারে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে বাদাঘাট বাজারে সমবেত হন। ফলে পথসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

সভায় মাহবুবুর রহমান আরও বলেন, “পিআর নির্বাচন চাপিয়ে দিতে যারা চেষ্টা করছেন, তাদের এই প্রয়াস কোনোভাবেই সফল হবে না। দেশের সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় আমরা আন্দোলন চালিয়ে যাব। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে ভীত হয়ে বর্তমান সরকার অবাঞ্ছিত পিআর নির্বাচনের ষড়যন্ত্র করছে।”

বাদাঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, জেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল গণি, বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এসএম মাহবুব মল্লিক, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাসেম, সাবেক সাধারণ সম্পাদক রহুল আমিন ও সহ-সভাপতি মহিউদ্দিন প্রমুখ।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad