কমলগঞ্জে স্কুলের পাশের জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থেকে অজ্ঞাত পরিচয় মানুষের শরীরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কামদপুর হাই স্কুলের পাশে জঙ্গল থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন গ্রামবাসী জঙ্গলে প্রবেশ করলে তারা হাড়গোড়ের মতো কিছু দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানালে, কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে—উদ্ধার হওয়া কঙ্কালটি পুরুষ নাকি নারী, তা এখনও নিশ্চিত নয়। এছাড়া এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটিও এখন বলা যাচ্ছে না। কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
ওসি আরও জানান—কঙ্কালটির পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। পাশাপাশি থানায় কোনো নিখোঁজ ডায়েরি থাকলে সেটিও তদন্তের আওতায় আনা হবে।
এদিকে ঘটনাটি ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি কোনো নিখোঁজ ব্যক্তির কঙ্কাল হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না
এ রহমান

মন্তব্য করুন: