ভেজাল খাদ্যের কারণে দেহে বিভিন্ন রোগ দেখা দেয়: মোহাম্মদ জাকারিয়া
Post Top Ad

ভেজাল খাদ্যের কারণে দেহে বিভিন্ন রোগ দেখা দেয়: মোহাম্মদ জাকারিয়া

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৫/১০/২০২৫ ১৫:৩৩:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকারিয়া বলেছেন, আমাদের দেশে প্রচুর মানুষ নিরাপদ খাদ্যের অভাবে মারা যান আবার অনেকেই রোগাক্রান্ত হয়ে ভুগছেন। অকাল মৃত্যুর জন্য দায়ী অনিরাপদ খাদ্য। মানুষের শরীর নিজেকে বিষ মুক্ত করতে পারে তবে তার ও সীমাবদ্ধতা রয়েছে। আমার জানা মতে অসংখ্য মানুষের অকাল মৃত্যু ঘটে এমনকি আমার নিজের মধ্যেই ছয়জন অকালে মৃত্যু হয়েছে । ভেজাল ও অনিরাপদ খাদ্যের কারণে বিভিন্ন রোগ দেখা দেয়। তাই মানুষ কে সচেতন হতে হবে। শুধু সরকারের উপর দায়িত্ব দিয়ে বসে থাকলে চলবে না। 


৫ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলার আয়োজনে নিরাপদ মৎস্য ও মৎস্য জাত পণ্য উৎপাদন ও বাজার জাত করনে করনীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সুনামগঞ্জ জেলা অফিসার শরীফ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ,সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার ড আল মিনার নুর। আরও বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু,ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, মৎস্য চাষী দারু মিয়া,মনিরুল হক প্রমুখ।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad